ইসরাইলের হামলায় হামাসের দু’সদস্য নিহত
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার
গাজা স্ট্রিপে ইসরাইলি হামলায় হামাসের দু’ সদস্য নিহত হয়েছে। গত মঙ্গলবার হামার মিলিটারি উইং এর সদস্য এজেদিন আল-কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আহমেদ মুরজান (২৩) এবং আবদেল হাফেজ আল-সিলায়ি (২৩)। এই দু’জনই হামাসের সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গাজা স্ট্রিপ উত্তরাঞ্চলের ‘বেট লাহিয়া’ শহরে এ হামলার ঘটনা ঘটে।
ইসলাইলের এক সামরিক বিবৃতিতে এ হামলাকে ট্যাঙ্ক দূর্ঘটনা বলে অবিহিত করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা এটিকে ড্রোন হামলা হিসেবে আখ্যায়িত করেছে।
এ হামলার ঘটনায় ইসরাইলকে মূল্য দিতে হবে বলেও সতর্ক করে হামাস। এটি ইসরাইলের পরিকল্পিত হামলা হিসেবে আখ্যায়িত করে দলটি।
উল্লেখ্য, গত মার্চ থেকে চলমান গাজা স্ট্রিটে ইসরাইল বিরুধী সভা-সমাবেশে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
এমএইচ/এসি