ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের তালিকায় পলক
প্রকাশিত : ১০:১৬ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার
ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।
বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সরকারি কর্মচারীদের মধ্যে থেকে এই ১০০ জন ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি করে লন্ডনভিত্তিক বৈশ্বিক থিঙ্ক ট্যাংক অ্যাপলিটিক্যাল।
সংস্থাটির প্রথমবারের মতো করা এই তালিকায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বার্নস লি, ভারতের আইটি মন্ত্রী রবি শংকর প্রসাদ, তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রী অড্রি ট্যাং এর মতো ব্যক্তিবর্গও রয়েছেন।
তালিকায় ‘নির্বাচিত রাজনীতিবীদ’ ক্যাটাগরিতে স্থান হয় নাটোর-৩ (সিংড়া) থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া জুনায়েদ আহমেদ পলক।
অ্যাপলিটিক্যালের সহযোগী ও পৃষ্ঠপোষকদের অন্যতম ব্রিটিশ কেবিনেট অফিস, ইউরোপীয় কমিশন, কানাডা সরকার ও ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির কাজের পরিধি বিশ্বের ১২০টির বেশি দেশে বিস্তৃত। একটি নিরপেক্ষ ও স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত অ্যাপলিটিক্যাল নীতি নির্ধারণের পাশাপাশি জন সেবায় নিয়োজিত নেতৃবৃন্দের বিশ্বব্যাপী পারস্পারিক নেটওয়ার্ক স্থাপনের কাজে নিয়োজিত ।
অ্যাপলিটিক্যাল প্রকাশিত পূর্ণ তালিকা-
https://apolitical.co/lists/digital-government-world100/
//এস এইচ এস//