বিসিবি পরিচালক ও বিপিএল চেয়ারম্যান সিনহা আর নেই
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১২:১৩ এএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা ভারতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
আজ বুধবার রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আফজালুর রহমান সিনহা দীর্ঘদিন লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তবে আফজালুর রহমান সিনহার মরদেহ ভারত থেকে কখন দেশে আনা হবে এবং দাফন কোথায় হবে এ বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
বিসিবির এ পরিচালকের মৃত্যু সংবাদে শোকে আচ্ছন্ন দেশের ক্রীড়াঙ্গন।
এমএইচ/এসি