ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চবির সাধারণ শিক্ষার্থীদের ৭দফা দাবি

চবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১ এএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় নগরীর ষোলশহর রেল স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

চবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আধাঘণ্টাব্যাপী মানববন্ধনে চবি শাখা ছাত্রলীগ , ছাত্র ইউনিয়নসহ, বিশ্ববিদ্যালয়ের প্রায় এক সহস্রাধীক শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালিন শাটলের বগি বৃদ্ধি ও সংস্কার, রেললাইন সংস্কার ও ডাবল লাইন চালু, বটতলি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিরাপত্তা ও জনবল  নিযোগ, বহিরাগতদের শাটলে যাতায়াত নিয়ন্ত্রণ, রেল স্টেশন আধুনিকায়ন, রবিউলের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ  এবং ১নম্বর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বাস সার্ভিস চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বক্তৃতা দেন বিশ্বকর্মা ও পালি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কিরন মাল।

বিশ্বকর্মা তার বক্তৃতায় বলেন, রবিউলেরর দুর্ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় দায়ি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই তার সব খরচ বহন করতে হবে এবং বগি বৃদ্ধির মাধ্যমে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

আগামী রোববার এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়েছে।  রবিউলের আহত হওয়ার প্রতিবাদে সাড়ে ৭টার ট্রেন ষোলশহর স্টেশন থেকে ৫মিনিট দেরিতে ছাড়া হয়।

বর্তমান অবস্থা চিন্তা করা শিক্ষর্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একটি যৌক্তিক দাবি পূরন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।

উল্লেখ্য গতকাল বুধবার সাড়ে ৮টায় ষোলশহর স্টেশনে রেললাইনে কাটা পড়ে এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চবির সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল আলম।

একে//