ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৪ এএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাফর আলী নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সুপারভাইজার সুজন চন্দ্র সাহা। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। আহত সুপারভাইজার সুজন চন্দ্র সাহা একই উপজেলার গিরীশনগর গ্রামের বিমল চন্দ্র সাহার ছেলে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হেলপার জাফরের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, পূর্বাশা পরিবহনের একটি বাস সকালে আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সদর উপজেলার বদরগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের হেলপার জাফর আলী ও সুপারভাইজার সুজন চন্দ্র সাহা গুরুতর আহত হন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে হেলপার জাফর আলী মারা যান।
আহত সুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরকে//