বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে বেশ কিছু উদ্যোগ
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার
চিকিৎসা সেবা ও গবেষনা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সকালে শহীদ ডাঃ মিল্টন হলে প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ২৭জন শিক্ষককে গবেষনা মঞ্জুরি প্রদান, বিভিন্ন অণুষদের ১১৭ জন শিক্ষার্থীর মাঝে থিসিস গ্রান্ড বিতরন। এছাড়া কানাডা, জাপান এবং অষ্ট্রেলিয়া সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক সই হয়। নবজাতকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইউনিসেফের সাথেও সই হয় সমঝোতা স্মারক।