রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ
রাজশাহী অফিস
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
রাজশাহীর চারঘাটে মাদক বিরোধী অভিযানের মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক (৩০) নামের এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সময় এসআই শরিফুল ইসলামসহ তিন পুলিশ আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোর পৌনে ৩টার দিকে উপজেলার মুক্তারপুর বালুমহলের পাশে গুলিতে আহত মানিক উপজেলার গৌরশহর নতুনপাড়া গ্রামে শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে ১৬টি মামলা রয়েছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে রাতে চারঘাট থানা পুলিশের একটি দল মুক্তারপুর এলাকায় অভিযানে যায়। সেখানে পুলিশ গাড়ি থেকে নামা মাত্রই মাদক কারবারিরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। দুই পক্ষের কয়েক মিনিট গুলি বিনিময়ের সময় ৪/৫ জন মাদক কারবারি পালিয়ে গেলেও আহত অবস্থায় পড়ে থাকেন মানিক। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মানিকের বাম পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি গুলির খোসা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
ওসি জানান, মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মাদকের মামলা আছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসআই শরিফুল ইসলাম বাদি হয়ে মামলা তিনটি দায়ের করেন। এর মধ্যে একটি মামলা পুলিশের ওপর হামলা এবং অন্য দুটি অস্ত্র ও মাদক দ্রব্য রাখার অভিযোগে। এসব মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয় বলে জানান তিনি।
এদিকে, রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, মাদক বিরোধী অভিযানে গোদাগাড়ীতে ছয়জন, তানোরে আটজন, মোহনপুরে তিনজন, পুঠিয়ায় ছয়জন, বাগমারায় তিনজন, দুর্গাপুরে চারজন ও চারঘাটে দুইজনকে গ্রেফতার করা হয়।
একে//