ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাউল আশ্রম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, চুল কাটে ৩ বাউলের

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৯:৪৭ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার

চুয়াডাঙ্গার দামুড়হুদার গোবিন্দপুরে বাউল আশ্রম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেসময় তারা তিন বাউলের চুল কেটে দিয়ে নির্যাতন চালায়। আশ্রমের বাসিন্দারা জানায়, শুক্রবার গভীর রাতে ২০ থেকে ২৫ বছর বয়সী ৮-৯ জন যুবক আশ্রমে ঢুকে প্রথমে বাউল জুলমত শাহকে খোঁজ করে। এরপর তাঁকে একটি গাছের সাথে বেধে রাখে। বাধা দিলে তার স্ত্রী মোমেনা বেগম ও গুরু ভাই রিনুপদ হালদারকেও বেধে রাখা হয়। পরে দুর্বৃত্তরা জুলমত ও রিনুপদ হালদারের ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে বসত ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।