বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র শুরু হয় ১৯৭১ সালেই [ভিডিও]
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:২৬ পিএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা ষড়যন্ত্রের বীজ বপন হয়েছিল ১৯৭১ সালেই। তবে আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে জনরোষের ভয়ে তাকে হত্যার সাহস পায়নি পাকিস্তানি সামরিকজান্তারা।
সেই ষড়যন্ত্রের পথ ধরেই বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে নিহত হন বাঙালীর এই শ্রেষ্ঠ সন্তান।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কারাগারে বন্দী শেখ মুজিবকে হত্যার সাহস পায়নি শাসকচক্র। স্বাধীনতার পর যখন দেশ পুনর্গঠনে ব্যস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনই ভেতরে ভেতরে সেই ধারাতেই নতুন ষড়যন্ত্রের বীজ বুনতে থাকে স্বাধীনতা বিরোধীরা।
সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ঘাতকের দল বন্দুকের নল তাক করে জাতির জনকের দিকে। আর এই ষড়যন্ত্র সফল করতে সক্রিয় ছিল দেশি-বিদেশি শক্তি।
বঙ্গবন্ধুর উত্তরসূরীদের নিশ্চিহ্ন করতে পাকিস্তানের দোসররা এখনো তৎপর বলে মনে করেন এই বর্ষিয়ান রাজনীতিক।
কোন অশুভ শক্তি আর যাতে জাতির পিতার স্বপ্ন এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রা থমকে দিতে না পারে, সেব্যাপারে দেশবাসীকে সজাগ থাকা আহ্বানও এই রাজনীতিকের কণ্ঠে।