ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আলাস্কা এয়ারলাইন্সের চুরি যাওয়া বিমান বিধ্বস্ত

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার

যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান চুরি হওয়ার পর সেটি বিধ্বস্ত হয়। গত শুক্রবার চুরি যাওয়ার পর সিয়াটলের সি-ট্যাক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় হরিজন এয়ার কিউ৪০০ উড়োজাহাজটি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ প্রতিষ্ঠানের এক কর্মীই বিমানটি চুরি করেন। পরবর্তীতে ‘অনুমোদনহীন’ টেক অফ করে বিমানটি। এর কিছুক্ষণ পরই বিমান বন্দরের কাছেই কেট্রন দ্বীপে ‘ক্রাশ ল্যান্ড’ করে বিধ্বস্ত হয় ৭৬ আসনের বিমানটি।

এক টুইট বার্তায় সি-ট্যাক বিমানবন্দরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি টেক-অফ করার পরপরই দুইটি সামরিক বিমান উড়োজাহাজটিকে ধাওয়া করে। তবে বিমানটির বিধ্বস্ত হওয়াতে এফ-১৫ বিমান দুইটির কোন ভূমিকা ছিল না বলে জানিয়েছে ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টি শেরিফ কার্যালয়।

শেরিফ কার্যালয় থেকে টুইট বার্তায় জানানো হয়, “উড়োজাহাজটি দিয়ে ‘স্টান্ট’ করা হচ্ছিল অথবা পাইলটের উড়োজাহাজ উড্ডয়নে অদক্ষতার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়”।

বিমানটি বিধস্তের সময় সেটিতে কোন যাত্রী ছিল না। তাই পাইলট ছাড়া আর কেউ এই ঘটনায় নিহত হয়নি। কিন্তু বিমান চুরি করে আনা আলাস্কা এয়ারলাইন্সের ঐ কর্মীর নাম এখনও প্রকাশ করা হয়নি।

 সূত্রঃ জি নিউজ

//এস এইচ এস//