ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গ্রীসের অভ্যন্তরীণ বিষয়ে নাগ গলানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার

গ্রীসের কর্মকর্তাদের ঘুষ প্রদানের চেষ্টা ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ উঠেছে রাশিয়া বিরুদ্ধে। সম্প্রতি গ্রীস রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ আনে। এতে করে রাশিয়া ও গ্রীসের মধ্যকার সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

সম্প্রতি গ্রীসের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে রাশিয়া। এ ঘটনাকে  প্রতিহিংসা এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে এথেন্স।

এদিকে এথেন্সও রাশিয়ার চার কূটনীতিককে নিষিদ্ধ করেছে। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে।

গতকাল শুক্রবার এথেন্স এক বৃবিতে জানায়,  রাষ্ট্রদূতকে বহিস্কারের ঘটনায় রাশিয়ার কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।

কিন্তু এথেন্সের কাছে রাশিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য অভিযোগ রয়েছে।

রাশিয়াকে উদ্দেশ্য করে এথেন্স জানায়, কোন দেশই তাদের রাষ্ট্রীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান, বৈদেশিক নীতি ধ্বংস করা এবং দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানো সহ্য করবে না।

 

সূত্র: দ্যা গার্ডিয়ান।

 

এমএইচ/ এসএইচ/