টুরিস্ট সেজে ইয়াবা বেচাকেনা
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার
টুরিস্ট সেজে ইয়াবা বিক্রি! কক্সবাজারে যাতায়াতের আড়ালে মাদক কারবারি। মাধ্যম হিসেবে ডিজিটাল ‘ক্যামেরা’র ব্যবহার। এমনই এক টুরিস্ট যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে নড়াইলের সীমাখালির এলাকা থেকে ডিজিটাল ক্যামেরার ব্যাটারির ভেতর থেকে ১০০ পিস ইয়াবাসহ সালমান শরীফকে (২৩) আটক করা হয়।
সালমান সীমাখালির ইউনুস শরীফের ছেলে। সদর থানার এএসআই আনিসুজ্জামান, মনিরুজ্জামান, রেজাউল, মামুন ও ইলিয়াস হোসেনের যৌথ অভিযানে সালমানকে আটক করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, সালমান শরীফ টুরিস্ট সেজে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা এনে কৌশলে এলাকায় (নড়াইল) বেচাকেনা করে আসছিল। প্রায়ই ডিজিটাল ক্যামেরার ব্যাটারির ভেতরে ইয়াবা নিয়ে আসত।
কেআই/ এসএইচ/