মঞ্চ নাটকের নাট্যদলগুলো নানামুখী সংকটে
প্রকাশিত : ১১:১১ এএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ১১:১১ এএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার
স্বাধীন দেশে মুক্তবুদ্ধির চর্চা আর সমাজ কিংবা রাষ্ট্রীয় অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে স্বোচ্চার হতে যেসব সাংস্কৃতিক কর্মকা- ইতিবাচক ভূমিকা রাখে আর অন্যতম মঞ্চ নাটক। কিন্তু শিল্পকলা একাডেমী কেন্দ্রীক নাট্যদলগুলো ভুগছে নানামুখী সংকটে। কখনো জীবিকার অনিশ্চয়তা আর কখনো অপসংস্কৃতির হাতছানিতে এতে আগ্রহ হারাচ্ছে তরুণেরা। এমন দূর্দিনে জাতীয় সংস্কৃতির বিকাশে সরকারী পৃষ্টপোষকতার কথা জানালেন নাট্যকর্মীরা।
এই স্কুলঘরে প্রায় প্রতিদিনই চলে এমন মহড়া। এই দলের কেউ ক্লাস কিংবা অফিস শেষে ছুটে আসেন প্রাণের টানে।
চারপাশের নানা অন্যায়-অবিচারের কথা অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরতে চান থিয়েটার কর্মী।
তার মতো অধিকাংশ নাট্যকর্মীই মনে করেন, থিয়েটারকে ছড়িয়ে দিতে হবে সারাদেশে। এতে তরুণদের বিরাট অংশ পাবে সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ, আর বিকশিত হবে জাতীয় সংস্কৃতি।
আর দেশের সাম্প্রতিক সংকটে চেতনার বিকাশে ও সচেতনতা তৈরিতে নাটক শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা।