ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মাথাহীন প্রাণী

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার

দেখতে অনেকটা বৃক্ষগুল্মের মতো। পেঁচানো কালো রঙের। যেগুলোকে অনেকে ডালপালা ভেবে ভুল করে বসেন। তবে বিজ্ঞানীরা বলছেন এগুলো বৃক্ষ কিংবা গুল্ম নয়, প্রাণী। তবে মাথা নেই।

সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ ভিয়েতনামের কিয়েন গিয়াং প্রদেশের এক সমুদ্রতটে এ প্রাণীটি পাওয়া গেছে। যে ব্যক্তি এ প্রাণীটিকে প্রথম দেখেন, তিনি লক্ষ্য করেন যে টেবিলে এটিকে রাখার পর তা কিলবিল করতে শুরু করে। তখন সে প্রাণীটির একটি ভিডিও করা হয়।

এক সমুদ্রসৈকত ভ্রমণকারী জানান, তার মনে হয় এটা একটা জলদানব। এখন এটা ছোট অবস্থায় রয়েছে। পরে এর আকার আরও বড় হবে। লক্ষ্য করে দেখা যায়, প্রাণীটির শুঁড়গুলোর মাঝখানে একটি তারা আকৃতির দেহ রয়েছে। কিন্তু এর মুখ বা মাথা কোথায়, তা খুঁজে পাওয়া যায়নি। আর শুঁড়গুলো স্পর্শ করলে তা কুঁকড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রাণীটির ভিডিও পোস্ট হলে অনেকেই এটিকে ‘ভিনগ্রহের প্রাণী’ বলতে শুরু করেন। কিন্তু অনেকের মতে, এটি একটি ‘বাস্কেট স্টারফিশ’।

সূত্র : দ্য মিরর।

/ এআর /