ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে পোশাক কারখানার শ্রমিকরা

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার

বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ডগরমোড়া এলাকায় অবরোধ করে জালাল আহমেদ নীট কম্পোজিট কারখানার শ্রমিকরা। এসময় প্রায় ঘন্টাব্যাপি যানচলাচল বন্ধ থাকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানায়, কোম্পানীর কাছে আড়াই মাসের বেতন বাকি রয়েছে তাদের।