ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিভিন্ন জেলার উপজেলা পরিষদসহ প্রায় পঞ্চাশটি সংগঠনের মানববন্ধন

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে সারাদেশের বিভিন্ন জেলার উপজেলা পরিষদসহ প্রায় পঞ্চাশটি সংগঠন । এতে অংশনেন উপজেলা পর্যায়ের চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান । রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের এই মানববন্ধনে বক্তারা বলেন , একাত্তরে পাকিস্তানের সেনা ও দোসরদের যেভাবে উৎখাত করা হয়েছিল, সেভাবেই জঙ্গিদের নির্মূল করা হবে । সারাদেশের তৃনমূল পর্যায়ে জঙ্গীবিরোধী কমিটি গঠন করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় বিভিন্ন সংগঠন । সরকারের সাথে এক যোগে জঙ্গিবিরোধী অভিযানে কাজ করার কথা জানিয়ে সংঠনগুলোর নেতারা বলেন, প্রতিটি নাশকতার পেছনেই রয়েছে বিএনপি-জামায়াতের প্রছন্ন ভূমিকা । এসময় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবী জানানো হয় ।