‘পিটিআই দেশের উন্নয়নে অন্যান্য দলের সঙ্গে কাজ করতে চায়’
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার
দেশের সার্বিক উন্নয়নে বিশেষ করে অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূরীকরণে অন্যান্য দলের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হিসেবে মনোনীত আসাদ কায়সার।
রোববার পিটিআই ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)উভয় দলের প্রতিনিধিদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে সংসদের সাথে সম্পর্কৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পিটিআই-এর ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হিসেবে মনোনীত অপর সদস্য ফায়াদ চৌধুরী বলেন, আমরা অন্যান্য দলের সঙ্গে একজোট হয়ে কাজ করার বিষয়ে গুরুত্ব দেব।
এছাড়াও বিরোধী দলের সঙ্গে যে দূরুত্ব রয়েছে তা কমিয়ে আনার চেষ্টা করব।
এর অংশ হিসেবে চলতি মাসের ১৮ আগস্ট ইমরান খানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান তিনি।
ইতোমধ্যে পিএমএল-এন’ দলের নেতা আয়াজ সাদিককে আমন্ত্রণ করা হয়েছে এবং শনিবার সন্ধায় পাকিস্তান পিপলস পার্টি’র নেতা খুরশিদ শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পিএমএল-এন’এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল বুট্টুকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে পিটিআই’এর প্রবীণ নেতা জাহাঙ্গির তারিন আজ লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ’এর (পিএমএল-কিউ)-এর নেতা চৌধুরী পারভেজ এলাহির সঙ্গে দেখা করেন।
এর আগে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ২৭০টি আসনের মধ্যে সাবেকে ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৭টি আসনে জয়ী হন। পিটিআই’র নিকটতম প্রতিদ্বন্দ্বি দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) জয় পেয়েছে ৬৪ আসনে। আর বিলাওয়ল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি) পেয়েছে ৪৩ আসন।
তথ্যসূত্র: ডন।
এমএইচ/ এসএইচ/