রজার্স চ্যাম্পিয়ন নাদাল
প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার
গতকাল রোববার ছিল গ্রিক টেনিস তারকা স্টেফানোস সিসিপাসের ২০তম জন্মদিন। জয় দিয়ে জন্মদিন উৎসবটা রাঙাতে চেয়েছিলেন তিনি। তবে গ্রিক রাজপুত্রের স্বপ্নটা অধরাই রয়ে গেল।
তাকে ৬-২, ৭-৬ (৭/৪) সেটে হারিয়ে রজার্স কাপ জিতলেন রাফায়েল নাদাল। এ জয়ে ইউএস ওপেনের প্রস্তুতিটা দারুণ হল স্প্যানিশ কিংবদন্তির। র্যাংকিংয়েও থাকলেন প্রথম স্থানে।
এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থ রজার্স কাপ জিতলেন নাদাল। সব মিলিয়ে ক্যারিয়ারে এটি তার ৮০তম এটিপি ট্যুর ট্রফি। যার মধ্যে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০ ট্রফি সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৩-এ।
এর আগে ২০০৫, ২০০৮ ও ২০১৩ সালে রজার্স কাপ জিতেছিলেন তিনি। এবারের মতো ২০০৮ সালের শিরোপা এসেছিল টরন্টোর হার্ড কোর্ট থেকে। বাকি দুবার মন্ট্রিলে রজার্স চ্যাম্পিয়ন হন রাফা।
এ নিয়ে চলতি মৌসুমে পাঁচটি ট্রফি জিতলেন নাদাল। একটি গ্র্যান্ডস্ল্যামসহ বাকি চারটি শিরোপা এসেছে তার পছন্দের ক্লে কোর্ট থেকে। এ বছর ফরাসি ওপেন, মন্টে কার্লো, বার্সেলোনা ও রোম মাস্টার্সে চ্যাম্পিয়ন হন ৩২ বছর বয়সী টেনিস সম্রাট।
সূত্র : বিবিসি।
/ এআর /