অধিনায়ক মেসির নতুন রেকর্ড
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার
বার্সেলোনার অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষেক হল লিওনেল মেসির। অভিষেকটাও মনে রাখার মতো হল তার। সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সা। এতে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন ছোট ম্যাজিসিয়ান। ২০০৫ সালে লা লিগা জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে প্রথম কোনো শিরোপার স্বাদ পান মেসি। এরপর সাফল্যের মুকুটে যোগ হয়েছে একের পর এক পালক।
গতকাল রোববার রাতে স্প্যানিশ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে বার্সার হয়ে ৩৩টি শিরোপা জিতলেন তিনি। কাতালানদের হয়ে আর কোনো খেলোয়াড়ের এতটি শিরোপায় চুমু আঁকার নজির নেই।
গেল মৌসুম পর্যন্ত ৩২টি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। সম্প্রতি বার্সা ছেড়ে জাপানি ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন ইনিয়েস্তা। সেই সুযোগে সবে মাঠে গড়ানো মৌসুমের প্রথম শিরোপা জিতে মাঝমাঠের দক্ষ কারিগরকে ছাপিয়ে সেরার সিংহাসনে বসলেন তিনি।
এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৬টি কোপা ডেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার ও ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়রা হলেন মেসি (৩৩), ইনিয়েস্তা (৩২), পিকে (২৮), বুসকেটস ও জাভি (২৫)।
টিআর/