অভিনেত্রী নওশাবা অসুস্থ হয়ে হাসপাতালে
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ১১:৪৩ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্র নিহত ও একজনের চোখ তুলে ফেলার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার অভিনেত্রী নওশাবা আহমেদ অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাকে ১৩ আগস্ট, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাসের গণমাধ্যমকে জানান, পুলিশ হেফাজতে অভিনেত্রী নওশাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি ডিসেন্ট্রিসহ কয়েকটি সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, নওশাবা আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছেন তিনি।
নওশাবাকে গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে গ্রেফতার করে র্যাব-১। এরপর ৫ আগস্ট এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নওশাবার ৪ দিনের রিমান্ড দেওয়া হয়।
এরপর দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১০ আগস্ট বিকেলে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী নওশাবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নওশাবার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে নওশাবার পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এসি