ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রাবির হল বন্ধ শুক্রবার থেকে

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদ-উল আযহার ছুটি আগামী বৃহস্পতিবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে।  ছুটি চলবে ৩০ আগস্ট পর্যন্ত। হলসমূহ বন্ধ হবে শুক্রবার থেকে। ওই দিন দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।

তবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

আবাসিক হলসমূহ ১৭ আগস্ট শুক্রবার দুপুর ১২টার মধ্যে খালি করতে হবে এবং ২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৯ আগস্ট রোববার থেকে ৩০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

 

এমএইচ/ এসএইচ/