ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

উদ্বোধনের অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল

প্রকাশিত : ১১:১৩ এএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১৫ এএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের ভবন নির্মাণ কাজ প্রায় ৯৯ শতাংশ শেষ হয়েছে। এটি চালু করতে এখন নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। ৮ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণে বদলে গেছে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিত্র। খুব দ্রুত এটি চালু হবে এবং চাঁপাইনবাবগঞ্জে মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা পাবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন হেল্থ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এইচপিএনএসডিপি)’র আওতায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হাসপাতাল ভবনে রোগীদের জন্য থাকছে- ১৫টি কেবিন ব্লক, ৫টি অপারেশন থিয়েটার (ওটি)। এছাড়া থাকবে আইসিইউ বিভাগ, এসডিইউ বিভাগ, সিসিইউ বিভাগ, সিটিস্ক্যান ব্যবস্থা, বহির্বিভাগ চিকিৎসা ব্যবস্থা, নিজস্ব বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা, চলাচলের জন্য ৩টি সিঁড়ি ও ২টি বেড লিফ্ট।

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ জানান, জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতসহ আধুনিক মানের হাসপাতালের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রতিশ্রুতি মোতাবেক ২০১৫ সালের জুন মাস থেকে প্রস্তাবিত ১০ তলার মধ্যে ৮ তলা ভবন নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ব-শরীরে অথবা ভিডিওি কনফারেন্সের মাধ্যমে অন্যান্য প্রকল্পের সাথে এ হাসপাতালটি উদ্বোধন করবেন বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল জানান, বর্তমান সরকারের আমলে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন পরিবর্তন হয়েছে। ২৫০ শয্যার সেবা কার্যক্রম শুরু হলে সেবার মান আরো বাড়বে। এ হাসপাতালে জেলার মানুষের কাঙ্খিত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস জানান, চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যার হাসপাতালের সেবা দ্রুত চালু করার লক্ষ্যে কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ২৫০ শয্যার সেবা চলু হলে রোগীদের খাদ্য, ওষুধ সরবরাহসহ বিভিন্ন উপকরণ দিয়ে সেবা দেয়া আরো সহজতর হবে। নতুন ভবনে অক্সিজেন প্লান্ট, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ অন্যান্য কাজ চলছে। এখন প্রশাসনিক অনুমোদন ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ হলেই ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল জেলার মানুষকে কাঙ্খিত স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে বলে তিনি জানান।

আরকে//