ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

টেকনাফে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী সার্টার গান ও তিন রাউন্ড এলজি কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার নেটংপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত মো. আনোয়ার হোসেনকে (৬০) আটক করা সম্ভব হয়নি।

বিবিবি জানায়, নেটংপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের এর বসত বাড়ীতে সন্ত্রাসী কার্যকলাপের নিমিত্তে অস্ত্র জমা রাখা হয়েছে-এমন তথ্যের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৪৮৩৯ লে. কর্ণেল মো. আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ অভিযানে আনোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় তৈরী সার্টার গান ও তিন রাউন্ড এলজি কার্তুজ উদ্ধার করা হয়। তবে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মো. আনোয়ার হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সার্টার গান ও কার্তুজ টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

একে//