হিলারির নির্বাচনী প্রচারনার গুরুত্বপূর্ণ তথ্য আছে উইকিলিকসের কাছে
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৭:৩১ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারনার আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য উইকিলিকসের কাছে আছে। সময়মত সেগুলো ফাঁস করার ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সিএনএন’র টক শো থ্রিসিক্সটির সঙ্গে সাক্ষাতকাারে হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা নাকচ করেন তিনি।
নানা দিক বিবেচনায় এবারের মার্কিন নির্বাচন এরই মধ্যে ঐতিহাসিক আখ্যা পেয়েছে। আর নির্বাচনী প্রচারণার তথ্য ফাঁস বড় ধরণের ভূমিকা রাখবে এরকম ধারণাটাও স্পষ্ট হচ্ছে।
ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণার তথ্য উইকিলিকসের কাছে রয়েছে অনেকদিন ধরেই। টেলিভিশন সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ জানালেন, সময়-সুযোগ বুঝেই সেগুলো প্রচার করা হচ্ছে এবং হবে। তার দাবি হাতে আর যেসব তথ্য আছে সেগুলো অনেক বেশী গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর।
গেল সপ্তাহে ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণার তথ্য ফাঁস হওয়ায় বিপাকে রয়েছেন হিলারিসহ দলের নীতিনির্ধারকরা। এরই মধ্যে পদত্যাগ করেছেন দলের ন্যাশনাল কমিটির প্রধান ডেবি ওয়েস্যারম্যান। এ অবস্থায় অ্যাসাঞ্জের এ ঘোষণা ডেমোক্র্যাটদের জন্য যেন নতুন বিপদ।
হিলারিকে যে হোয়াইট হাউসে দেখতে চাননা বিষয়টি আগেই পরিস্কার করেছিলেন অ্যাসাঞ্জ। তবে এ নিয়ে তার সঙ্গে রিপাবলিকান কিংবা রাশিয়ার কোনো যোগ নেই বলে জোর গলায় দাবি করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা।