৩৮ মন ওজনের বাহাদুরের দাম ২৮ লাখ [ভিডিও]
প্রকাশিত : ০১:২১ পিএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার
বয়স মাত্র চার বছর। খ্যাতি দুনিয়াজোড়া। নাম বাহাদুর। নাম শুনে কোনও বীরের কথা মনে হলেও এটি আসলে বিশাল আকারের গরু। এই গরুর দৈর্ঘ্য দশ ফুট। ওজন প্রায় আটত্রিশ মন বা ১৫শ’ কেজি।
হাটে ওঠার আগেই বাহাদুর বিক্রি হয়েছে ২৮ লাখ টাকায়। ব্রাংগুস প্রজাতির বাহাদুরকে আনা হয়েছে মার্কিন মুলুক থেকে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড়িয়ে আনা বাহাদুরের অবস্থান এখন ঢাকার মোহাম্মদপুরে সাদিক এগ্রো ফার্মে। উজ্জ্বল বাদামী রংয়ের দীর্ঘদেহী এই গরু নিয়ে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের। দলে দলে মানুষ আসছে বাহাদুরকে দেখতে। স্মৃতির পাতায় ধরে রাখতে অনেকেই ফ্রেমবন্দী করে বাহাদুরকে।
দশ ফুট দৈর্ঘ্যরে বাহাদুরের ওজন ১৫শ’ কেজি। এই গরুর খাবারের আয়োজনও বিশাল। সাড়ে পাঁচ ফুট উচ্চতার বাহাদুরের জন্য প্রতিদিন ৬০ কেজি খাবার প্রয়োজন হয়।
টেক্সাসের চার বছর বয়সী এই পালোয়ান এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে নিজেকে। বাহাদুরকে ২৮ লাখ টাকায় বিক্রি করেছেন ফার্মের মালিক ইমরান হোসেন।
ঈদুল আজহার একদিন আগে বাহাদুরকে পৌঁছে দেওয়া হবে ক্রেতার কাছে। ভবিষ্যতে এই প্রজাতির আরও গরু আমদানির কথাও জানান ফার্মের মালিক। বিশাল আকৃতির গরু- বাহাদুর মায়ার বাঁধনে জড়িয়েছে ফার্মের কর্মীদেরও।
ঈদ বাজারে এখন পর্যন্ত বাহাদুরই সবচেয়ে বড় গরু বলে জানালেন আমদানিকারক।
একে//