ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ভারতের ব্যাটিং লজ্জা

প্রকাশিত : ০২:১১ পিএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:২৮ পিএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার

কোথায় গেল বিরাট কোহলি? কোথায় তার মুরালি বিজয়-রোহিত শর্মা? ইংল্যান্ডের মাটিতে একেবারে নির্লজ্জ আত্মসমর্পণ করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন-আপ। এতেই ইনিংস ব্যবধানসহ ১৫৯ রানের লজ্জার হার উপহার পেল টিম ইন্ডিয়া।

ব্রিটিশ সুইংয়ের জাদুতে একদিকে অল্প রানেই (দুই ইনিংসে যথাক্রমে ১০৭ এবং ১৩০) গুটিয়ে যেতে হচ্ছে ভারতীয়দের। অথচ সেখানেই সেঞ্চুরি হাঁকাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। টেস্টে এমন ব্যাটিং বিপর্যয় ক্রমেই চিন্তা বাড়াচ্ছে গোটা শিবিরের।

ভারত যেখানে দুই ইনিংস মিলিয়ে করেছে ২৩৭, সেখানে কেবল এক ইনিংসেই ইংলিশদের সংগ্রহ ৩৯৬। ওকস ও বেয়ারস্টো যেভাবে ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন, সেভাবে ইংলিশ বোলারদের সামাল দিতে পারেনি বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে অ্যান্ডারসনের গতিতে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসনে বিধ্বস্ত হয় ভারতীয়রা। দুই ইনিংস মিলিয়ে অ্যান্ডারসন নেন ৯ উইকেট।

এদিকে দুই ইনিংসে কোহলির সংগ্রহ মাত্র ৪০ রান। অন্যদিকে ওপেনিং ব্যাটসম্যান মুরালি বিজয় দুই ইনিংস মিলিয়ে ডাবল ডাক মারেন। অর্থাৎ কোনো ইনিংসেই রান তুলতে ব্যার্থ হন বিজয়। এ তো গোটা ভারতের জন্যই লজ্জা। এশিয়া কাপের আগে ভারতের এমন নির্লজ্জ আত্মসমর্পণ দেশটির সাবেক ক্রিকেটারদের ভাবাচ্ছে নতুন করে।

এমজে/