‘এজেন্ট নির্দেশিকা’ নামক বই প্রকাশ করলো ব্যাংক এশিয়া
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার
এজেন্ট এবং অফিসারদের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অন্তর্ভূক্তি কার্যক্রম শক্তিশালী করাসহ কৃষির উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং বিভাগ আমেরিকার উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘দখিনা’ প্রকল্পের আওতায় ‘এজেন্ট নির্দেশিকা’ নামক একটি বই প্রকাশ করেছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল আলম এবং ইউএসএআইডি’র ইকোনোমিক গ্রোথ অফিসের প্রাইভেট সেক্টর এ্যাডভাইসর অনিরুদ্ধ হোম রায়কে আজ মঙ্গলবার রাজধানী পুরানা পল্টনস্থ করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চ্যানেল ব্যাংকিং বিভাগের প্রধান সর্দার আকতার হামিদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এসএম আনিসুজ্জামান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়াম এন্টারপ্রাইজ বিভাগের প্রধান মো. শামিনুর রহমান এবং ইউএসএআইডি’র এগ্রিকালচার ভ্যালু চেইনস (ডিএআই)-এর মার্কেট সিষ্টেম টিম লিডার অনুপ কুমার রায় এবং প্রাইভেট সেক্টর ইনভেষ্টমেন্ট ও এক্সেস টু ফাইন্যান্স বিশেষজ্ঞ বিথীকা দাস হাজরা এ সময় উপস্থিত ছিলেন।
এসএইচ/