ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

৩য় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার

ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার।

উইম্বলডনের কোর্টারফাইনালে থেকে ছিটকে যাওয়ার পর এক মাস বিরতির নিয়ে নতুন করে আবারেও কোর্টে ফিরেন ফেদেরার। জার্মান টেনিস তারকা পিটার গজোউকিককে সহজেই হারিয়েছেন বর্তমান র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় নম্বরে থাকা ফেদেরার। প্রথম সেটের লড়াইয়ে ৬-৪ গেমে জয় নিয়ে এগিয়ে যান এই সুইস তারকা। আর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চাইলেও পেরে উঠেননি পিটার। দ্বিতীয় সেটেও হেরে যান ৬-৪ গেমে। আর এই জয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয় রজার ফেদেরারের।