নির্দোষ প্রমাণিত হয়েই দলে ফিরলেন স্টোকস
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার
অবশেষে ব্রিস্টলে পাবের বাইরে ঝামেলার ঘটনায় নির্দোষ প্রমাণিত হলেন বেন স্টোকস। সব দিক বিবেচনা করে, ঘটনাক্রম খতিয়ে দেখে ২৭ বছরের ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডারের কলঙ্ক মুছে দিল ব্রিস্টলের ম্যাজিস্ট্রেট কোর্ট। আর নির্দোষ প্রমাণিত হয়েই জাতীয় দলে ফিরে আসছেন তারকা ক্রিকেটার। এই অল-রাউন্ডারকে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দলে ফেরালেন ইংল্যান্ড নির্বাচকরা। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থেকে শনিবার ট্রেন্ট ব্রিজে বিরাটদের বিরুদ্ধে নামছে রুটবাহিনী। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্টোকসের ব্রিস্টল কাণ্ডের বিচার যত এগোচ্ছিল মনে হচ্ছিল, তিনি দোষী প্রমাণিত হবেন। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও উঠেছিল। আর দোষী প্রমাণিত হলে স্টোকসকে তিন বছর জেলে কাটাতে হত। সিসিটিভিতে পরিষ্কার দেখা গিয়েছিল স্টোকস দুজন ব্যক্তিকে মারছেন। স্টোকসের দাবি ছিল, তিনি আত্মরক্ষার জন্যই এই কাজ করেছেন। এমনও শোনা গিয়েছিল স্টোকস পুরো মদ্যপ অবস্থায় এই কাজ করেছিলেন। তবে সেটা উড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত সব দিক খতিয়ে দেখে স্টোকসকে ছেড়ে দিল আদালত। এই কাণ্ডের জন্য অ্যাসেজ সিরিজে খেলা হয়নি স্টোকসের।
প্রসঙ্গত, গত বছরের ২৪ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্য়াচ জিতে, রাতে নাইটক্লাবে গিয়েছিলেন স্টোকস। স্টোকসের সঙ্গে ছিলেন তার সতীর্থ জো রুট, জনি বেয়ারস্টো ও আলেক্স হেলেস। রুট আর বেয়ারস্টো আগে নাইট ক্লাব ছাড়েন। তারপর স্টোকস মারামারি শুরু করেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ব্রিস্টলের দুই সমকামী ব্যক্তিকে উত্যক্ত করার পরে রায়ান আলি ও রায়ান হেল নামের দুই ব্যক্তিকেও বেদম মারধর করেন স্টোকস। স্টোকসের দাবি ছিল, এক সমকামী প্রেমিক যুগলকে হেনস্থা করছিলেন সেই সেনাকর্মী। তাই তিনি মেজাজ হারিয়ে এই কাজ করেছিলেন। একজনের পশ্চাদ্দেশে নাকি জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিলেন বলে স্টোকসের বিরুদ্ধে অভিযোগ উঠছিল।
সূত্র: এনডিটিভি
একে//