সহজ পাসওয়ার্ড ব্যবহারে হতে পারে যেসব বিপদ
প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১২:১৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
জীবন এখন উঠতে-বসতে, হাঁটতে-চলতে, সর্বক্ষণই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে৷ এতে দেখা যায়, যে কোন ধরণের কাজেই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড। সোশ্যাল মিডিয়া, নেট ব্যাংকিং ইত্যাদির আলাদা আলাদা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা পাসওয়ার্ড মাথায় সেভ রাখতে হচ্ছে৷ আর তা যদি হয় বেশি কঠিন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনাও বাড়ে৷ সে কারণে ঝুঁকি সামলাতে অনেকেই সহজ পাসওয়ার্ড বেছে নিচ্ছেন৷ কিন্তু এতে বেড়ে যায় বিপদ৷
স্পোর্টস পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস জানিয়েছে, চলতি বছর এমন বেশ কিছু পাসওয়ার্ডের ব্যবহার বেড়েছে যা হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারে৷ তাই তাদের ক্রেতাদের সতর্ক করেছে অ্যাডিডাস৷
তারা জানিয়েছে, অত্যন্ত সহজ এবং প্রচলিত পাসওয়ার্ড ব্যবহার না করাই ভাল৷ এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে৷ মোবাইল বা ল্যাপটপকে সুরক্ষিত রাখতে অ্যান্টি-ভাইরাস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করে থাকি৷ ঠিক একইভাবে পাসওয়ার্ডটিও শক্তিশালী হওয়া জরুরি৷ তা সে ব্যাংকিং অ্যাপই হোক বা ই-মেলের৷ আরও একটি মারাত্মক ভুল করে থাকেন অনেকে৷ তা হল- একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ডের ব্যবহার৷ ভাবুন একবার, হ্যাকাররা আপনার একটি অ্যাকাউন্ট হ্যাক করতে পারলে বাকি কাজটা তাদের জন্য জলের মতো সোজা হয়ে যাবে৷
SplashData-র তরফে চলতি বছরের বিপদজনক ১০০টি পাসওয়ার্ড প্রকাশ করা হয়েছে৷ বিভিন্ন পাবলিক ডোমেন থেকে যে সমস্ত বেশি ফাঁস হয়েছে, তার ভিত্তিতেই একটি তালিকা তৈরি করেছে তারা৷ তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর কুড়িটি পাসওয়ার্ড জানানো হল এই প্রতিবেদনে-
১২৩৪৫, ১২৩৪৫৬৭৮, পাসওয়ার্ড, কোয়ার্টি, ফুটবল, আইলাভইউ, অ্যাডমিন, ওয়েলকাম, মাঙ্কি, লগইন, এবিসি১২৩, স্টারওয়ার্স, ১২৩১২৩, ড্রাগন, মাস্টার, হ্যালো, ফ্রিডম, হোয়াটএভার, লেটমিইন, ৬৫৪৩২১৷
এইরকম সহজ পাসওয়ার্ড দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন।
সূত্র : সংবাদ প্রতিদিন।
কেএনইউ/