ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান জানাতে

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০২:২৪ পিএম, ১ আগস্ট ২০১৬ সোমবার

জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান জানাতে একঘন্টার জন্য রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই নয় মানববন্ধনে অংশ নেয় শিক্ষক-অভিভাবক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। জঙ্গি নির্মূল করে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। হটাও জঙ্গি বাঁচাও দেশ, যে হয় জঙ্গি তার নাই সঙ্গী। এরকম ব্যানার, ফেষ্টুন নিয়ে ক্লাস থেকে বেরিয়ে এক ঘন্টার জন্য হাতে হাত ধরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষক-অভিভাবকরা। জঙ্গিবাদের প্রতি ঘৃণা জানিয়ে মুখে মুখে উচ্চারিত হয় নানা শ্লোগান। জঙ্গি নির্মূলে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাস্তায় নেমে আসেন শিক্ষকরা। একাত্মতা জানান রাজনীতিবিদরাও। সকালে ফেনীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। সিরাজগঞ্জে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মানববন্ধন করেছে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, যশোর, নড়াইলসহ সব জেলার শিক্ষার্থীরা।