ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

রাশিয়ার টেনিস খেলোয়াড় এলেনা ভেসনিনার জন্মদিন আজ

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১ আগস্ট ২০১৬ সোমবার

এলেনা ভেসনিনা রাশিয়ার পেশাদার টেনিস খেলোয়াড়। মহিলা দ্বৈত টেনিসে কিনবার গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেসনিনা। এছাড়া মিক্স ডাবলসেঅস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও জয় করেছেন এ রাশিয়ান টেনিস খেলোয়াড়। ১৯৮৬ সালের াজকের দিনে জন্ম গ্রহণ করেছেন এ তারকা। পুরো নাম এলেনা সার্জেইয়েভনা ভেসনিনা। রাশিয়ার ইউক্রেইনে ১৯৮৬ সালের পহেলা আগস্ট জন্ম গ্রহণ করেন এলেনা ভেসনিনা। দুই ভাই বোনের মধ্যে এলেনা বড়। ছোট ভাইয়ের নাম দিমিত্রি। জুনিয়র লেভেলে টেনিস খেলছেন তিনি। বাবা সার্জেই ও মা আইরিনা। মাত্র সাত বছর বয়সে সচির স্কুলে টেনিস খেলা শুরু করেন এলেনা ভেসনিনা। ২০০২ সালে মাত্র ষোল বছর বয়সে পেশাদার প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেন এলেনা ভেসনিনা। ২০০৯ সালে প্রথমবার ডাব্লিউটিএ টুর্নামেন্টের ফাইনালে উঠেন এলেনা ভেসনিনা। আর ২০১৩ সালে মহিলা দ্বৈতে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন এলেনা ভেসনিনা। পরের বছরই ইউএস ওপেনে মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হন এলেনা ভেসনিনা। এছাড়া ২০১০ ও ২০১৫ সালে উআম্বিলডনের মহিলা দ্বৈতের ফাইনালে খেলেন এলেনা ভেসনিনা। মিক্স ডাবলসে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন এলেনা ভেসনিনা। এছাড়া ২০১১ ও ২০১২ সালে ফাইনালে খেলেন তিনি। ২০০৭ ও ২০০৮ সালে ফেড কাপের দলগত বিভাগে শিরোপা জেতেন এলেনা ভেসনিনা। ২০১৩ সালে কাজানে মহিলা দ্বৈত ও মিক্স ডাবলসে স্বর্ণ পদক জেতেন এলেনা ভেসনিনা। ২০১৫ সালের নভেম্ববরে ব্যবসায়ী পাভেল তাবুনটসোভকে বিয়ে করে সংসার পাতেন এলেনা ভেসনিনা।