পশুর পরিচর্যায় খামারীরা ব্যস্ত(ভিডিও)
প্রকাশিত : ১২:২০ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
দেশের বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ভালো দাম পেতে শেষ সময়ে পশুর পরিচর্যায় ব্যস্ত খামারীরা। কোনো ধরনের হরমোন ও রাসায়নিক ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করার দাবি কুমিল্লা, ফেনী ও পটুয়াখালীর খামারীদের। ভারতীয় গরুর আমদানি হলে ন্যয্য মূল্য না পাওয়ার আশঙ্কার কথাও জানান তারা।
হাটে ওঠানোর আগে খামারগুলোতে শেষ সময়ের পশু পরিচর্যায় ব্যস্ত খামারীরা। ভালো দাম পাওয়ার আশায় নিরাপদ খাবার, গোসল এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ চেষ্টার কমতি নেই কুমিল্লার খামারীদের।
পশুর যত্নে ব্যস্ত ফেনীর খামারীরাও। সীমান্ত দিয়ে ভারতীয় গরু না এলে লাভবান হওয়ার আশা তাদের। তবে সীমান্তে অবৈধ গরুর প্রবেশ রোধে তৎপরতার কথা জানায় বিজিবি।
ঈদের আর বাকী কয়েকদিন। গরু কিনতে খামারীদের কাছে ব্যবসায়ীরা এখনও বিশেষ আগ্রহ না দেখানোয় চিন্তিত তারা। আছে বিদেশী পশু আমদানির ভয়ও।