ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ছাত্রদল নেতা হত্যা, প্রকাশ্য বিএনপির অন্তর্দ্বন্দ্ব(ভিডিও)

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:১২ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

সিলেটে ছাত্রদল নেতা রাজু হত্যার পর প্রকাশ্য হয়েছে বিএনপির অন্তর্দ্বন্দ্ব। হত্যাকাণ্ডের পর দলের ভেতরে ক্ষোভের পাশাপাশি নেতাদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। দলের একাংশের দাবি, নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ট হিসেবে পরিচিত ছাত্রদল নেতা আব্দুর রকিব ও তার সহযোগিরা রাজু হত্যায় জড়িত। তবে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিনিয়র নেতারা।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যার পর সিলেট বিএনপিতে বিভক্তির রেখা। অতীতে দলীয় কোন্দলে হত্যাকান্ড নিয়ে সংগঠনের নীরব ভূমিকাই রাজু হত্যার পেছনে দায়ী বলে মনে করেন নেতারা।

সিলেট মহানগর ছাত্রদল কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে রাজুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার সহকর্মীরা।

এদিকে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আর নব নির্বাচিত মেয়র জানান, তার বিজয়ে ঈর্ষান্বিত হয়েই একটি মহল এ ঘটনা ঘটিয়েছে।

১১ জুন রাতে নব-নির্বাচিত মেয়রের বিজয় মিছিলের পরপরই দু গ্র“পের সংঘর্ষে মারা যান মহানগর ছাত্রধল নেতা রাজু। এ ঘটনায় ছাত্রদলের তিন সিনিয়র নেতাকে আটক করেছে পুলিশ।