আইএস নির্মূলে এবার লিবিয়ায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার
আইএস নির্মূলে এবার লিবিয়ায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ঐক্যমতের সরকার গঠনের পর প্রথমবারের মতো এই বিমান হামলা চালালো মার্কিনীরা।
মূলত বন্দরনগরী সির্তেকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, লিবিয়ায় ৬ হাজারেরও বেশি আইএস সদস্য রয়েছে। এরমধ্যে সির্তে শহরে এই সংখ্যা এক হাজারের বেশি। লিবিয় সরকার ও জাতিসংঘের অনুরোধে এই হামলা চালানো হয়েছে বলেও জানান তারা। এরআগে গেল বছরের ফেব্র“য়ারি ও নভেম্বরে দেশটিতে আইএসবিরোধী অভিযান চালায় যুক্তরাষ্ট্র।