অনিয়মের অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তার সুযোগ সুবিধা স্থগিত
প্রকাশিত : ০৯:১০ এএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:১০ এএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার
নানা অনিয়মের অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তার বিভিন্ন সুযোগ সুবিধা স্থগিত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ৩ কর্মচারীকে ।
সোমবার সন্ধ্যায় ৫০ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের চিঠি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ইব্রাহিম কবীর জানান, ভর্তি পরীক্ষায় দুর্নীতিসহ ক্যাম্পাসে উচ্ছৃংখল আচরণের অভিযোগে সমাজ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ ও রেজিষ্টার দপ্তরের সেকশান অফিসার এবং প্রতœতত্ব বিভাগের সেমিনার সহকারীর ৫ বছরের পদন্নোতি ও বেতনবৃদ্ধি স্থগিত রাখা হয়। এছাড়া উপাচার্য ও প্রক্টর লাঞ্ছিতের অভিযোগে চতুর্থ শ্রেণীর তিন কর্মচারীকে স্থায়ীভাবে বরখাস্থ করা হয়।