ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

হোসে মোরিনহোর স্থলে আসছেন জিদান

প্রকাশিত : ০৯:১৯ এএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৪০ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

জিনেদিন জিদানকে হেড কোচ হিসেবে দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ তিনি। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেই বার্নাব্যু ছেড়েছিলেন তিনি।

জিদানের ভবিষ্যৎ নিয়ে তারপরেই জোর জল্পনা চলছিল। ভাবা হয়েছিল কাতারের কোনও ক্লাবে কোচের দায়িত্ব নিয়ে চলে যেতে পারেন তিনি। আবার জুভেন্টাসে রোনালদোর সঙ্গে রি-ইউনিয়নের জল্পনাও ভেসে উঠেছিল। এর মধ্যেই খবর, হোসে মোরিনহোর জায়গায় ওল্ড ট্র্যাফোর্ডে কোচ হিসেবে আসছেন বিশ্বকাপজয়ী ফরাসি এই তারকা। তবে এই মৌসুমে নয়, পরের গ্রীষ্মে দেখা যাবে জিদানকে।

অনেক আশা করে মোরিনহোকে আনা হয়েছিল রেড ডেভিলসদের সংসারে। কিন্তু তিনি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। দলের অনেকেই মোরিনহোর কোচিং স্টাইলে খুশি নন। তাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সংসারে তিন মৌসুম পরেই বিদায় ঘটছে তার। ওল্ড ট্র্যাফোর্ডেই জিদানের কোচিংয়ে খেলবেন পল পোগবা ও অ্যান্থনি মার্শাল। বলা হচ্ছে, দেশের দুই তারকার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন কিংবদন্তি ফরাসি।

আরকে//