জাবিতে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান
জাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল এমন ১৪জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন দ্য ইউনাইটেড কিংডম (জুয়াক)’ এই শিক্ষাবৃত্তি দেয়।
বৃহস্পতিবার দর্শন বিভাগের ১১৭নং কক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির ১২ হাজার টাকার এককালীন চেক তুলে দেওয়া হয়।
এ সময় ‘জুয়াক’ স্টাইপেন্ড ফান্ড বাংলাদেশ শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আর্থিকভাবে অস্বচ্ছল কিন্তু মার্জিত, দায়িত্বশীল, নিয়মিত ও সন্তোষজনক ফলাফলধারী স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস এটি। আমাদের এ ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী বছর থেকে আমরা এর পরিসর বাড়ানোর চেষ্টা করবো।’
এ সময় সংগঠনের সদস্য বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো.ফরহাদ হোসেন, ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরূল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারী যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন যাত্রা শুরু করে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে সংগঠনটি যাত্রা শুরু করে।
কেআই/এসি