১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মহাবিদ্যালয় নির্মাণসহ ৭টি প্রকল্পের চুড়ান্ত অনুমোদন
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৩০ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার
রাজধানিতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মহাবিদ্যালয় নির্মাণসহ ৭টি প্রকল্পের চুড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
মঙ্গলবার রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সাত প্রকল্পে মোট ব্যায় হবে ১ হাজার ৪৮৮ কোটি টাকা। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, রাজধানীতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনায় এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। অনুমোদিত বাকি প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে নতুন ৫টি মেরিন ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়ন।