ইউনিসেফের আমন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন মডেল
প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:১৪ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার
মার্কিন জনপ্রিয় মডেল জিজি হাদিদ কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন। ইউনিসেফের আমন্ত্রণে তিনি এই সফর করেছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে যাওয়ার কিছু ছবি পোস্ট করেন। তার পোস্ট করা ছবির মাধ্যমে তার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যাওয়ার তথ্য পাওয়া যায়।
সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফের পয়োনিষ্কাশনের উন্নত ব্যবস্থা, সুপেয় পানি আর শিক্ষা নিয়ে কাজ করার বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে।
জিজি হাদিদের বাবা মোহাম্মেদ হাদিদ ফিলিস্তিন-মার্কিন নাগরিক। তিনি একজন আবাসন ব্যবসায়ী। তার মা ইয়োলোন্ডা হাদিদ মডেল ছিলেন। জিজি হাদিদের জন্ম লস অ্যাঞ্জেলেসে।
তিনি ২০১৩ সালে আন্তর্জাতিক মডেল পরিচালনা সংস্থা আইএমজি মডেলসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০১৪ সালের নভেম্বরে মডেলস ডটকম-এর সেরা ৫০ মডেলের তালিকায় স্থান করে নেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নকল করে যুক্তরাষ্ট্রে বেশ সমালোচিত হন জিজি হাদিদ৷
এমএইচ/এসি