ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৪টির, আর ৪৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৫৫২ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।