ইমরানের শপথ আজ
প্রকাশিত : ০৯:০২ এএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নবনির্বাচিত প্রতিনিধিরা ভোটাভুটির মাধ্যমে বেছে নিলেন সে দেশের প্রধানমন্ত্রী তথা ন্যাশনাল অ্যাসেম্বলির পরবর্তী নেতাকে। প্রত্যাশিতভাবেই ভোটাভুটিতে জিতলেন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খান। দেশটির ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিচ্ছেন তিনি।
যদিও ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন দু’জন। তারা হলেন পিটিআই-এর নেতা ইমরান খান এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে নব নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। তার পরই শুরু হয় ভোটাভুটি। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭২ হল ম্যাজিক ফিগার। সংরক্ষিত আসন নিয়ে ইমরান খানের দল পিটিআই দখলেই ছিল ১৫৮ আসন। ছোট দলগুলির সাহায্যে শেষ পর্যন্ত ১৭৬ ভোট ইমরানের পক্ষে যায়। বিরোধী প্রার্থী শাহবাজ শরিফ পান মাত্র ৯৬ ভোট।
সবকিছু ঠিক থাকলে আজ শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ইমরান খান।
সূত্র: আনন্দবাজার
একে//