চাকরী হারানোর পর খাদ্য সংকটে এশিয়ার ৪০ হাজারেরও বেশি শ্রমিক
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৩ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ১২:১৮ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার
সৌদি আরবে চাকরী হারানোর পর এখন খাদ্য সংকটে এশিয়ার ৪০ হাজারেরও বেশি শ্রমিক। এরমধ্যে ভারতীয়, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিকের সংখ্যাই বেশি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশী শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশ ও দূতাবাসগুলি উদ্যোগী হলেও স্থায়ী সমাধানে এগিয়ে আসতে হবে সৌদি সরকারকে। ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমান ভারত, পাকিস্তানসহ এশিয়ার হাজার হাজার মানুষ। অনেকের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে রুপ নিয়েছে। চাকরি তো হারিয়েছেন-ই, অনাহারে দিন কাটাতে হচ্ছে ৪০ হাজারেরও বেশি শ্রমিককে। সম্প্রতি তেলের দাম কমে যাওয়ার সৌদি আরবের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। নানা ক্ষেত্রে তৈরি হয় সংকট। নির্মাণ কাজসহ বড় বড় প্রকল্পে বাজেট কমে যায়। এরই ধারাবাহিকতায় চাকরী হারাতে শুরু করে প্রবাসী শ্রমিকরা। এরমধ্যে ভারতীয়দের সংখ্যা ১০ হাজার, ফিলিপাইনের ২০ হাজার। রয়েছেন পাকিস্তানীরাও। তবে এই তালিকায় এখনও কোনো বাংলাদেশীর সন্ধান পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সেলর মো. মোকাম্মেল হোসেন। চাকরি হারানো এসব শ্রমিকদের সহায়তায় উদ্যোগী হয়েছে ভারত, ফিলিপাইন ও পাকিস্তান সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণে এরইমধ্যে সৌদি রওয়ানা হয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং। পাকিস্তান ও ফিলিপাইনের পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। তবে এভাবে কত দিন সহায়তা দিতে পারবে দূতাবাসগুলো। প্রবাসী শ্রমিকদের এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সৌদি পররাষ্ট্র দপ্তর ও শ্রম অফিসকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।