৯০ দিনের জন্য মাঠের বাইরে ডি ব্রুইন
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার
গেল মৌসুমটা দারুণ কাটিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে চলতি মৌসুমে বড় হোঁচট-ই খেতে যাচ্ছে দলটিকে। এরই মধ্যে মাঝ মাঠের মূল ভরসা কেভিন ডি ব্রুইন তিন মাসের জন্য হারাতে যাচ্ছে দলটি। হাঁটুর ইনজুরির কারণে তাকে ৯০ দিন মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে।
গত রোববার আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়া ম্যাচের পর দুঃসংবাদ হয়ে দেখা দেয় বেলজিয়াম ফুটবলার ডি ব্রুইনের ইনজুরি। মঙ্গলবার অনুশীলনের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন এ মিডফিল্ডার। ব্রুইন ডান পায়ের লিগামেন্টে বড় চোট পেয়েছেন বলে জানিয়েছেন সিটি বস পেপ গার্দিওয়ালা। তবে তার অস্ত্রোপচার দরকার নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
২০১৬ সালে এভারটনের বিপক্ষে সেমিফাইনালেও একই পায়ে চোট পেয়েছিলেন ডি ব্রুইন। ওই সময় ১২ ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। গত বছর ১২টি সিটির হয়ে ১২ গোল করেন ব্রুইন। একইসঙ্গে ২১টি গোলে সহায়তাও করেছেন। এ ছাড়া সদ্য বিশ্বকাপে বেলজিয়ামকে তৃতীয় স্থানে নিয়ে আসতেও তার অবদান ছিল অনস্বীকার্য।
সূত্র: বিবিসি
এমজে/