ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চাকরিতে লাগে না বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

বর্তমান বাজারে মানসম্পন্ন চাকরির শিক্ষাগত যোগ্যতার সর্বনিম্ন বাধ্যবাধকতা হলো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী থাকা। অনেকেই আবার চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর সাথে অনার্স (সম্মান)-ও চায়। তবে বিশ্বের অনেক শীর্ষ প্রতিষ্ঠানই নিজেদের লোকবল নিয়োগের ক্ষেত্রে এমন কেতাবি বিদ্যা আর সনদপত্রের ধার ধারেন না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর থেকেও কাজের ব্যবহারিক যোগ্যতা ও অভিজ্ঞতার দিকেই নজর বেশি তাদের। গুগল, অ্যাপল এমনকি আইবিএম এর মতো প্রতিষ্ঠান আছে এই তালিকায়।

চাকরি বিষয়ক ওয়েবসাইট গ্লাসডোর সম্প্রতি এক জরিপে এমন শীর্ষ ১৫টি প্রতিষ্ঠানের নাম করে যেখানে নিয়োগের জন্য শিক্ষা সনদ কোন বাঁধা বা বাড়তি কোন যোগ্যতা নয়।

আইবিএম এর ভাইস প্রেসিডেন্ট (ট্যালেন্ট) জোয়ানা ড্যালে সম্প্রতি জানিয়েছিলেন যে, প্রতিষ্ঠানটির মার্কিন যুক্তরাষ্ট্র অংশে চাকরি পাওয়াদের অন্তত ১৫ শতাংশই হাইস্কুলের পর কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হয়নি। বিশ্ববিদ্যালয় সনদের থেকে ব্যবহারিক কাজে দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতাই তাদের কাছে মুখ্য। এরজন্য বিভিন্ন কোডেক প্রতিযোগিতা অথবা ইন্ডাস্ট্রি সম্পর্কিত প্রশিক্ষণ থেকে কর্মী বাছাই করে প্রতিষ্ঠানটি।

গ্লাসডোর প্রকাশিত এই ১৫টি প্রতিষ্ঠান হলো-

১) গুগল

২) ইওয়াই

৩) পেঙ্গুইন র‍্যান্ডম হাউজ

৪) কস্টকো হোলসেল

৫) হোল ফুডস

৬) হিলটন

৭) পাবলিক্স

৮) অ্যাপল

৯) স্টারবাকস

১০) নর্ডস্ট্রম

১১) হোম ডিপোট

১২) আইবিএম

১৩) ব্যাংক অব অ্যামেরিকা

১৪) চিপটেল

১৫) লোইস

সূত্রঃ সিএনবিসি

//এস এইচ এস//