সারাদেশে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো
প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ১১:৫৫ এএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
জমে উঠেছে সারা দেশের কোরবানির পশুর হাট। গরু-ছাগলের সরবরাহ পর্যাপ্ত হলেও, অনেক জায়গায় দাম বেশি বলে জানান ক্রেতারা। কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা।
গাইবান্ধার দাড়িয়াপুর, লক্ষীপুর, ভরতখালী, ফুলছড়ি, মাঠের হাট, ধর্মপুর, নলডাঙ্গা, বামনডাঙ্গায় বসেছে অর্ধশত হাট। বেশিরভাগ পশুই দেশি। কিন্তু দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা কেউই সন্তুষ্ট নয়।
ঝিনাইদহের ভাটই, শৈলকুপা, কোটচাঁদপুর, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কালিগঞ্জে ২৭টি হাট বসেছে। তবে বাজার দরে সন্তুষ্ট নন বিক্রেতারা। হাটের নিরাপত্তায় রয়েছে পুলিশি পাহারা।
সিরাজগঞ্জের কালিয়া, কান্দাপাড়া, বোয়ালিয়া, তালগাছি, সোহাগপুর, শমেষপুর, এনায়েতপুরে জমে ওঠেছে বেচাকেনা। ছোট গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। দাম নিয়ে সবাই সন্তুষ্ট।
মেহেরপুরেও চলছে কোরবানীর পশুর জমজমাট বেচাকেনা। পাইকার ও খামারিরা বলছেন, ভারতের গরু না আসলে, তারা লাভবান হবেন।
হাটের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সামনের দুদিন বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।