ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আগামী প্রজন্মের জন্য একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান- শিক্ষামন্ত্রীর

প্রকাশিত : ১১:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ১১:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

emসকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী প্রজন্মের জন্য একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে খুলনা সরকারী গালর্স কলেজের ৭৫ বছর পুর্তি উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রি সকালে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ।