জাহিন তার পরিবারে ফিরতে চায়
সাভার সংবাদদাতা
প্রকাশিত : ১১:০১ এএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় যাত্রীবাহি বাসে পাওয়া জাহিন আলম (১১) তার পরিবারে ফিরতে চায়। সে তার মাতা-পিতা, নানা-নানীর নাম বলতে পারলেও জানে না কোথায় তার ঠিকানা। গত ২৪ জুলাই রাতা ১১টার দিকে যাত্রীবাহি বাসের কয়েকজন যাত্রী তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন। হারিয়ে যাওয়া শিশু আলমের নিকট ঠিকানা জানতে চাইলে জানায়, সে সাভার থেকে এসেছে নবীনগর যাবে। নবীনগরের কোথায় যাবে তাও ঠিক করে বলতে পারছে না। তার পিতা মৃত নাম-জাহাঙ্গীর আলম, মাতা-মমতাজ বেগম বিদেশে থাকেন। নানার নাম মহিন উদ্দিন আর নানী সালমা বেগম এর বেশি বলতে পারেনি।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, শিশুটি তার ঠিকানা বলতে পারছে না। মাতা-পিতার নাম বললেও ঠিকানা না জানায় তাকে তার পরিবারের নিকট দেওয়া যাচ্ছে না। তাই শিশুটিকে আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজধানী মিরপুরের ভবঘুরে আশ্রয় কেন্দ্রে রাখার নির্দেশ দেন। বর্তমানে সেখানেই রাখা হয়েছে শিশুটিকে। যদি কেউ তার অভিভাবকের সন্ধান পায় তাহলে আশুলিয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
একে//