কাতারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ১১:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
এশিয়ান গেমস ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পাকানসারি স্টেডিয়ামে রোববার কাতারকে খেলার শেষ মুহূর্তে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জয় সূচক গোলটি করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
এক জয় এবং এক ড্রয়ে মোট চার পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের সঙ্গে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠলো বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে কাতারকে বেশ ভালোভাবেই সামাল দিয়েছে সফরকারীরা। কয়েকবার সুযোগ পেলেও লক্ষ্যবেদ করতে পারেনি তারা। দুই পক্ষের তুমুল লড়াইয়ে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি দুদল।
দ্বিতীয়ার্ধের মূল সময়ও স্কোর লাইনে কোন পরিবর্তন আসেনি। পরে বাংলাদেশ দল গোলের দেখা পায় যোগ করা সময়ে। ৯৩ মিনিটে গোলটি পায় অধিনায়ক জামাল ভূঁইয়া।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশের ফুটবলাররা। এরপর গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ।
এমএইচ/ এসএইচ/