ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পাকিস্তান প্রধানমন্ত্রীর শপথে যাওয়ায় সিধুকে বহিষ্কারে দাবি

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার

ভারতের সাবেক ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজোত সিং সিধুকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছে বিজেপি। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানকার সেনাবাহিনী প্রধানের সঙ্গে আলিঙ্গন করায় এ দাবি করে বিজেপি।

বিজেপি’র সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সিধুকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তার ফাঁসি হওয়া উচিৎ বলে মন্তব্য করা হয়েছে।

এদিকে হরিয়ানার বিজেপি নেতা ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ সিধুর এই কাজকে বিশ্বাসঘাতকা বলে মন্তব্য করেছেন।  

নভজোত সিং সিধু বর্তমানে ভারতের পাঞ্জাব সরকারের মন্ত্রী। সাবেক ক্রিকেটার ও ইমরান খানের বন্ধু হিসেবে আমন্ত্রণ পেয়ে তিনি ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।    

গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উদ্দেশ্যে সিধুকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, কংগ্রেস নেতা পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলিঙ্গন করেছেন যিনি ভারতে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার জন্য দায়ী।

 

এমএইচ/ এসএইচ/